Banner

দু’দিন চলবে না বেনাপোল এক্সপ্রেসসহ ২১ ট্রেন

 দু’দিন চলবে না বেনাপোল এক্সপ্রেসসহ ২১ ট্রেন


রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে শুক্রবার রাতে ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।


  Watching For Vedio Clip Click Here


বেনাপোল এক্সপ্রেসসহ দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ২১টি ট্রেনের যাত্রা দু’দিনের জন্য স্থগিত করা হয়েছে। নির্বাচনের আগের দিন শনিবার ও নির্বাচনের দিন রোববার এসব ট্রেনের চলাচল বন্ধ থাকবে।

রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে শুক্রবার রাতে ভয়াবহ আগুন ও প্রাণহানির ঘটনার পর বাংলাদেশ রেলওয়ে অধিদপ্তর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বাংলাদেশ রেলওয়ের বেনাপোল স্টেশন ম্যানেজার শাহিদুজ্জামান বলেন, ‘অনিবার্য কারণবশত শনিবার ও রোববার বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস বন্ধ থাকবে। পাশাপাশি মহানন্দা আপ ও ডাউন, রকেট আপ ও গাউন, পদ্মরাগ ২১/২২, রংপুর শাটল ৯৭/৯৮, ঢাকা কমিউটার- ৯৯, রাজশাহী কমিউটার ৫/৬ এবং বগুড়া কমিউটার ৫/৬ শনিবার ও রোববার বন্ধ থাকবে।’

এ ছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল (৪৬২/৪৫৫/৪৫৬/৪৬১) শনিবার আংশিক চলবে এবং রোববার পুরোপুরি বন্ধ থাকবে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Post a Comment

0 Comments